মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৪ দিনের সফরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেলে কক্সবাজার আসছেন। পরদিন ৫ ফেব্রুয়ারী বুধবার তিনি টেকনাফের সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করবেন।
দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস ভবন ২ টি নির্মিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এবিএমএস দোহা, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফজলুল আলম সহ অন্যান্যদের উদ্বোধনের ব্যপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কর্তৃক বুধবার ৫ জানুয়ারি সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স উদ্বোধন শেষে ফেব্রুয়ারী রাত্রিযাপন করার কথা রয়েছে। পরদিন সেন্টমার্টিন থেকে সকালে ফিরে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কক্সবাজার পুলিশ লাইন্সে কক্সবাজার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। পরদিন ৭ ফেব্রুয়ারী শুক্রবার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের নির্ভরযোগ্য সুত্র সিবিএন-কে এসব তথ্য নিশ্চিত করেছেন। উভয় উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি’র সাথে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসেন খান পিপিএম, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম ৩ ফেব্রুয়ারী সোমবার থেকেই কক্সবাজারে অবস্থান করছেন।

প্রসংগত, সেন্টমার্টিনের নবনির্মিত দৃষ্টিনন্দন স্থাপনা ২ টি ও কক্সবাজার জেলা পুলিশের অন্যান্য স্থাপনা দেখতে গত ১১ জানুয়ারী পুলিশ সদর দপ্তরের এ্যাডিশনাল আইজি (এফএন্ডডি) মোঃ শাহাব উদ্দীন কোরেশীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম কক্সবাজারে আসেন। তাঁরা ১২ জানুয়ারি সেন্টমার্টিন সফর করেন।

গত সোমবার ৩ ফেব্রুয়ারী বিকেলে টেকনাফ সরকারি কলেজ মাঠে ইয়াবাকারবারীদের দ্বিতীয় দফায় আত্মসমর্পণ অনুষ্ঠান ও বুধবার ৫ ফেব্রুয়ারী টেকনাফের সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস এবং ৬ ফেব্রুয়ারী কক্সবাজার পুলিশ লাইন্সে কক্সবাজার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উদ্বোধন করতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর প্রোগ্রাম সহ ৩ টি বড় ও গুরুত্বপূর্ণ প্রোগ্রামের প্রস্তুতি নিতে কক্সবাজার জেলা পুলিশ বেশ কর্মব্যস্ত সময় পার করছে।