আলমগীর মানিক, রাঙামাটি:

এসএসসি পরীক্ষার প্রথমদিনে পার্বত্য জেলা রাঙামাটিতে অনুপস্থিত ছিলো ২২ শিক্ষার্থী। সোমবার সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ২৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ১৭জন ছাত্রী ও ৫ জন ছাত্র পরীক্ষার হলে উপস্থিত হয়নি বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল হুদা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, সোমবারের এসএসসি পরীক্ষায় এসএসসি’র ১৯টি কেন্দ্রে ২ হাজার ৯৬৭ ছাত্র ও ৩ হাজার ৪১৭ ছাত্রীসহ মোট ৬ হাজার ৩৪৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪টি কেন্দ্রে ৩২৪ ছাত্র ও ২১৭ জন ছাত্রীসহ মোট ৫শ ৪১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৫ কেন্দ্রে অংশগ্রহণ করেছে সর্বমোট ৪শ ২৬জন। তারমধ্যে ছাত্র ২৫৭জন ও ছাত্রী ছিলেঅ ১৬৯ জন।

রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে সোমবার এসএসসি পরীক্ষায় সর্বমোট ৭ হাজার ৩৫১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।