মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৩ ফেব্রুয়ারী সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলকারী যান সমুহ সকাল ৮ টা হতে সকাল ১০ টা পর্যন্ত সোনারপাড়া- কোটবাজার-কুতুপালংবাজার হয়ে চলাচলের নির্দেশনা দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সড়কে অত্যাধিক যানযটের কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনা। তাই সকল পরীক্ষার দিন উল্লেখিত সময়ে কক্সবাজার-টেকনাফ সড়ক এড়িয়ে এনজিও, আইএনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠানের যানকে সোনারপাড়া- কোটবাজার-কুতুপালংবাজার হয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়। তবে জরুরিকাজে নিয়োজিত যান সমুহ স্বাভাবিক সড়কে চলতে পারবে বলে গত ২৯ জানুয়ারি জারীকৃত ইউএনও মোঃ নিকারুজ্জামান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, উখিয়া উপজেলার ৫ টি এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের মধ্যে উখিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৯৬৯ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৪০ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮২৩ জন,
রাজাপালং এম.ইউ ফাজিল মাদ্রাসায় ৫১২ জন, নুরুল ইসলাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৮ জন রয়েছে।