প্রেস বিজ্ঞপ্তি:

মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড়ে পিকেএসএফ এর সহযোগী সংস্থা প্রত্যাশীর বাস্তবায়িত “প্রত্যাশী সমৃদ্ধি” স্কুলের আজ (রবিবার) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কালারমারছড়া ১নং ওয়ার্ড় উত্তর নলবিলার ঝিনুক সমৃদ্ধি স্কুল, পলাশ সমৃদ্ধি স্কুল, অানারকলি সমৃদ্ধি স্কুল, গন্ধরাজ সমৃদ্ধি স্কুল, প্রয়াস সমৃদ্ধি স্কুল, ও ইচ্ছাঘড়ি সমৃদ্ধি স্কুলের প্রায় ১৮০ জন কচিকাঁচা শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ২ টায় উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, চলে বিকাল চার’টা পর্যন্ত। উক্ত ক্রীড়া ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রত্যাশীর উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মিটু কান্তি দে, সমাজ উন্নয়ন কর্মকর্তা বিধান সূত্র ধর ও ১ নং ওয়ার্ড়ের ঝিনুক সমৃদ্ধি স্কুলের শিক্ষিকা দিলদার বেগম, পলাশ সমৃদ্ধি স্কুলের শিক্ষিকা মিনুয়ারা বেগম,অানারকলি সমৃদ্ধি স্কুলের শিক্ষিকা অানারকলি, গন্ধরাজ সমৃদ্ধি স্কুলের শিক্ষিকা খাদিজা বেগম, প্রয়াস সমৃদ্ধি স্কুলের শিক্ষিকা নুপুর জাহান ও ইচ্ছাঘড়ি সমৃদ্ধি স্কুলের শিক্ষিকা অামেনা বেগম। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রত্যাশীর উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মিটু কান্তি দে জানান, স্কুলের ঝরেপড়া শিক্ষার্থী রোধ করতে প্রত্যাশী শিক্ষামূলক কার্যক্রম করে থাকে। যাতে শিশুরা স্কুলমুখী হয়।

সমাজ উন্নয়ন কর্মকর্তা বিধান সূত্র ধর জানান, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে প্রায় পঞ্চাশধিক সমৃদ্ধি স্কুল রয়েছে ওয়ার্ড় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৯ ওয়ার্ড় মিলে ইউনিয়ন ভিত্তিক বার্ষিক ক্রীড়ার আয়োজন করবে প্রত্যাশী সংস্থা।