মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

“উন্নয়নে এগিয়ে” এ প্রতিপাদ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত ৬ দিন ব্যাপী কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজ্যম পার্কে অনুষ্ঠিত হবে ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প। এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জাতীয় স্কাউট ক্যাম্পটি সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক সমন্বয় সভা রোববার ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা-র এক্সিকিউটিভ চেয়ারম্যান ও জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও স্কাউটসের জাতীয় কমিশনার আখতারুজ্জামান খান কবির, স্কাউটসের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, জাতীয় কমিশনার আতিকুজ্জামান রিপন, নির্বাহী পচিালক আরশাদুল মোকাদ্দিস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আল আমিন পারভেজ, এএসপি (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৭-২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।