ইমাম খাইর, সিবিএনঃ

কক্সবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্যে র‍্যালীটি জেলা প্রশাসক ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আবছারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, জেলা মার্কেটিং অফিসার শাহজাহান আলী, কক্সবাজার জেলা দোকান মালিক সমিতির সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি নাঈমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি নুরুল আলম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান কাজল, ওয়াহীদ মুরাদ সুমন, মুছা কলিম উল্লাহ, হাবিবুর রহমান, শেখ ফরহাদ, ফয়সাল হুদা, আবদুল মান্নান, জাহেদুল ইসলাম, নাসির উদ্দীন সুমন, কাজী আজিজুল হাসান, ফরিদ কবির, স্বপন কুমার গুহ, মহসিন কবির,তপন ধর, জনি ধর, রাশেদুল ইসলাম, কাশেম আবেদীন, তেমিয় বড়ুয়া, সুনিল বড়ুয়া, মোঃ ইদ্রিস সওদাগর, হাজী নুরুল আলম সওদাগর, হাজী ওবায়দুল হক, সুজন শর্মা, হাজী মনজুরুল আলম, নুরুল আবছার শিকদার, রফিকুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী, বশির আহমদ টিপু, ফরমান আহমদ, নেজামুল হক।
এ ছাড়াও জেলা এবং উপজেলা খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।