মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন একই আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজীব কুমার বিশ্বাস। গত মঙ্গলবার ২৮ জানুয়ারি অপরাহ্ন থেকে তিনি কক্সবাজার বিচার বিভাগের ম্যাজিস্ট্রেসীর এই শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। বিষয়টি কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নূরী সিবিএন-কে নিশ্চিত করেছেন।

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ জ্যেষ্ঠতা সহ জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের বিচারক হিসাবে বদলী হয়েছেন। কিন্তু কক্সবাজারে নতুন কোন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়নি। এজন্য কক্সবাজারের বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ গত মঙ্গলবার ২৮ জানুয়ারি কক্সবাজারে তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করেছেন। একইদিন বিকেলে তিনি কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাসকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করেন।

কক্সবাজারের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস চট্টগ্রামের সেন্টপ্লাডিস হাই স্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইসএসসি পাশ করেন কৃতিত্বের সাথে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। অসাধারণ প্রতিভাসম্পন্ন রাজিব কুমার বিশ্বাস বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) এর প্রথম ব্যাচের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বিচার বিভাগের একজন গর্বিত সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। একজন বিচারক হিসাবে ২০০৮ সালের ২২ মে রাজিব কুমার বিশ্বাস সরকারি চাকুরীতে যোগ দেন। চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকাবস্থায় তিনি কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে প্রায় ২ বছর আগে হতে কক্সবাজার বিচার বিভাগে যোগ দেন। তখন থেকে বিচারক রাজিব কুমার বিশ্বাস পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে এসিজেএম হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। বিচারক রাজিব কুমার বিশ্বাস অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষণ, বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বুনিয়াদি প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিভাগের প্রশিক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার পেরপেরা মহিরা গ্রামের সন্তান রাজিব কুমার বিশ্বাস ১৯৭৭ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১০ নভেম্বর বিচারক রাজিব কুমার বিশ্বাস কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের সতীশ দে মহাজনের সন্তান অনীল দে’র কন্যা নীপা দে’কে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নেন। ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস ও নীপা দে বিশ্বাস দম্পতি সায়ন নামক এক পুত্র সন্তান ও নিধি নামক এক কন্যা সন্তানের জনক-জননী।

এদিকে, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিজিএম রাজিব কুমার বিশ্বাস নিজেও খুব শিঘ্রী অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেতে যাচ্ছেন বলে বিচার বিভাগের নির্ভরযোগ্য সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন। রাজিব কুমার বিশ্বাস বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) এর প্রথম ব্যাচের তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাতে মেধা তালিকায় উত্তীর্ণ একজন কৃতি বিচারক।