এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০১ র্ফেরুয়ারী ) বিকালে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী।

চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধূরী বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে চকরিয়া পৌরসভার উন্নয়ন কাজ। তারই ধারাবাহিকতায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল প্রাইমারি স্কুল হতে মোনাফ সওদাগর ফিলিং ষ্টেশন পর্যন্ত ৩৫ লাখ টাকা ব্যয়ে ২২০ মিটার আরসিসি সড়কসহ লাইটিং ও কর্মাস কলেজ হতে লামা-আলীকদম কাউন্টার হয়ে কিচেন মার্কেটের ফলের আড়ৎ পর্যন্ত ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়ক, ড্রেন ও লাইটিং কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার শহর উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ করা হচ্ছে। পৌর মেয়র আলমগীর চৌধূরী আরও বলেন পর্যায়ক্রমে চকরিয়া পৌরসভার সকল ওয়ার্ডে উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে। যাতে করে সকল পৌরবাসী সমভাবে তাদের নাগরিক সুযোগ সুবিধা পায়।

এ সময় চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক লিটন শিকদার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।