রিয়াজ উদ্দিন,পেকুয়া:

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা উন্নয়ন ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারী (শুক্রবার) সকালে নন্দীরপাড়া ষ্টেশনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন মেহেরনামা উন্নয়ন ফোরামের সভাপতি ও চমেকের কৃতি ছাত্র আবু জহির মোহাম্মদ মোস্তামির। প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারী কলেজের গণিত বিভাগের অধ্যাপক মো: নুরুল আব্বাছ। বিশেষ অতিথি ছিলেন মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: ছগির আহমদ, বাগগুজারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিমুল্লাহ আনছারী, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার শাহ আলম, নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, সার্জেন্ট নাছির উদ্দিন, পেকুয়া সরকারী জিএমসির শিক্ষক নুরুল কাদের নেওয়াজ, নেজাম উদ্দিন, আবু ছালেক মেম্বার প্রমুখ। মেহেরনামা উন্নয়ন ফোরামের সদস্য কাউছারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: রোহেল সামাদ। মেহেরনামা উন্নয়ন ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত ওসমান, আবু হুরাইরা, মো: জাহেদুল ইসলাম, তাফসির উদ্দিন মার্শাল, মোহাম্মদ নোমান, নুরুল মুরসালিন, জসিম উদ্দিন, ইমরানুল হক, মো: ইউনুছ। অনুষ্টানে মেহেরনামা এলাকার এ প্লাস প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীসহ মোট ২৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। ওই শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট প্রদান করে পুরষ্কৃত করা হয়।