সংবাদ বিজ্ঞপ্তি:
রাষ্ট্রীয় মর্যাদায় কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কস্থ ক্যাংপাড়া নিবাসী রাখাইন সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা মংয়াইন রাখাইনকে চির বিদায় দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে জেলা পুলিশের চৌকষ একটি দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোঃ শাহজাহান। এসময় পুষ্পমাল্য দিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। এরপর দুপুরে বিমান বন্দর সড়কের রাখাইন মহাশ্মশানে তাঁর শেষ অন্ত্যোষ্টিক্রিয়ানুষ্ঠান সম্পন হয়।

গত বুধবার রাত ৯.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মুক্তিযোদ্ধা মংয়াইন রাখাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক সংসদ কক্সবাজার, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার, কক্সবাজার রাখাইন ক্রীড়া সংস্থা, কক্সবাজার আদিবাসি ফোরাম, রাখাইন ইয়ুথ ইউনাইটেড কাউন্সিল রাখাইন ন্যাশনাল স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন।