মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরা নিবাসী শফিকুল আলম সওদাগরের পুত্র, কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজের ক্রাফট ইন্সট্রাক্টর শামসুল আলমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারি জুমার নামাজের পর হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রুমালিয়ার ছরা জামে মসজিদের ইমাম, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফিদুল আলমের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের বড় ভাই খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাসেম, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। জানাজায় প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। নামাজে জানাজা শেষে মরহুমকে রুমালিয়ার ছরা বড় কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজানের বড় ভাই শামসুল আলম (৪২) গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বেলা ১২টা ১৫ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মরহুম শামসুল আলম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে মরহুম শামসুল আলম পিতা, স্ত্রী, ২ শিশু পুত্র সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।