মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খোলা মাঠে রাস্তার মাথায় আগামী রোববার ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য মাওলানা মিজানুর রহমান আল আজহারীর তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি মিলেনি। গত ৩০ জানুয়ারি কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিশেষ শাখার পুলিশ সুপারের বরাত দিয়ে বর্ণিত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের জন্য প্রদত্ত অনুমতি পত্রের মোট ২২ টি শর্তের মধ্যে ১ নাম্বার শর্তে মাওলানা মিজানুর রহমান আল আজহারী ব্যতীত মাহফিল করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদের পক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি চেয়ে আবদেনকারী আবদুল্লাহ আল ফারুককে পুলিশ সুপার বিশেষ শাখার বরাত দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক সংস্থা তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদ তাদের মাহফিল আর করছে না বলে অধ্যাপক জহির আহমদ সিবিএন-কে জানিয়েছেন।