মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাস্টট্রেকের প্রকল্পগুলো সহ এখানকার গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্প গুলো বাস্তবায়নে আরো গতিশীলতা আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রকল্প বাস্তবায়নে গতি বাড়লেই এসডিজি অর্জনে লক্ষ্যমাত্রায় পৌঁছানো আরো সহজ হবে। এজন্য সভায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

কক্সবাজারে বাস্তবায়নাধীন প্রকল্প সমুহের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এ নির্দেশনা দেন।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি, বিভাগীয় প্রধানগণ, উর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।