প্রেস বিজ্ঞপ্তিঃ

আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী (রহঃ)’র ২০ তম বার্ষিক ওরস ও ফাতেহা উপলক্ষে ও তাঁর পিতা হাফেজ শামসুদ্দিন (রহঃ)’র স্মরণে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের হেফজখানার প্রতিযোগিরা অংশ নিতে পারবেন। ইতিমধ্যে ফরম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা নিন্মোক্ত নিয়মাবলি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

নিয়মাবলিঃ
১। আগামী ৩ ফেব্রুয়ারীর মধ্যে ফরম সংগ্রহ, তা জমা দিয়ে সিলেবাস সংগ্রহ করতে হবে।

২। দুই গ্রুপের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ( ক) ১৫ পারা, (খ) ৩০ পারা।

৩। ফরম জমা দেওয়ার সময় প্রতিযোগিতার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে (অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা প্রতিযোগিতার স্থান নির্ধারণ করা হয়েছে)।

৪। প্রত্যেক গ্রুপ থেকে ৫জন করে মোট ১০ জনকে পুরষ্কার প্রদান করা হবে।

৫। বিজয়ীদের শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।

ফরম সংগ্রহ ও জমাদানের ঠিকানাঃ
মুহাম্মদ জিয়াবুল হক
ওলামা পরিষদ কার্যালয়, কুতুব শরীফ দরবার, কুতুবদিয়া, কক্সবাজার – ০১৬৪৫- ১৩৫ ৩৫৬।

হাফেজ জিল্লুর রহমান কুতুবী
গণি বেকারী, চন্দনপুরা, চট্টগ্রাম – ০১৮৩৮- ৮৯৮ ২২৭।

হাফেজ আবদুল মান্নান কুতুবী
পেশকার পাড়া জামে মসজিদ, পেশকার পাড়া, কক্সবাজার – ০১৮৬৭- ৫০৪৬৪৭।

প্রতিযোগিতায় ১ম পুরষ্কার বিজয়ীর জন্য পবিত্র মক্কা ও মদীনা জিয়ারতের ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি।