মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

১০ হাজার পিচ ইয়াবা পাচারের অভিযোগে একজনকে ৭ বছর সশস্ত্র কারাদন্ড প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান মঙ্গলবার ২৮ জানুয়ারি এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো-সুনামগঞ্জের দোয়ারা উপজেলার দোহালিয়া গ্রামের আবদুল মন্নাফের পুত্র রাসেল আহমদ ওরফে টিপু ২০১৭ সালের ২২ জানুয়ারি ১০ হাজার পিচ ইয়াবা সহ টেকনাফ পৌরসভার ট্রাক টার্মিনালে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে আটক রাসেল আহমদ ওরফে টিপু’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার জিআর মামলা নম্বর-৫৪৩/২০১৭ ইংরেজি এবং এসটি মামলা নম্বর-৮২৬/২০১৮ ইংরেজি। মামলায় সাক্ষ্য গ্রহন, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান উল্লেখিত রায় প্রদান করেন।

আদালতে রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এ.কে.এম ফজলুল হক চৌধুরী ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট রাখাল চন্দ্র মিত্র।