এম.নুরুদ্দোজা,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের মহা সড়কের উপর অবৈধ গাড়ী পার্কিং ও ভাসমান দোকান-্এবং হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী’র নেতৃত্বে পৌর কতৃপক্ষ। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী’র নেতৃত্বে ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকেলে পৌর শহরের চিরিংগা পুরাতন এস আলম কাউন্টার থেকে থানা রাস্তার মাথা পর্যন্ত মহা সড়করে উপর অবৈধভাবে অবস্থান করা সব গাড়ি পার্কিং ও বানিজ্যিক মার্কেটের সামনে বসা সব ধরনের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। চকরিয়া পৌর শহরে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন -চকরিয়া পৌরসভার কাউন্সিলার, পৌরসভার সচিব মাসউদ মোরশেদ,পৌরসভার সিনিয়র কর্মকর্তা-মোহাম্মদ জানে আলম, বশির আহমদ সহ সংশ্লিষ্টরা। ব্যাবসায়ীরা দাবী করেন, যখনি অভিযান চলে, ঠিক তখনিই ওইসব অসাধু ভাসমান দোকানদার ও গাড়ী গুলো অদৃশ্য হলেও পরে ঠিকই পুনরায় দৃশ্যমান দেখা যায়। সচেতন মহল দাবী জানান, এভাবে অন্তত মাসে ৪ বার করে হলেও কয়েক মাস অভিযান ও সাথে জরিমান আদায়ে উদ্যোগ নিতে হবে ।