বলরাম দাশ অনুপম :

চট্টগ্রামের সাতকানিয়ায় ত্রিকালদর্শী, মহাযোগি শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন উপলক্ষে সনাতনী ভক্ত সমাজের উদ্যোগে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার সাতকানিয়া পৌরসভার মধ্যম রামপুরস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গলারতি, নগর কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, সমবেত শ্রীমদ্ভগবদগীতাপাঠ, গঙ্গা আহবান, ঘটপূর্ণ করন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিগ্রহ স্থাপন এবং, মন্দির প্রতিষ্টা পূজা শুভারম্ভ (এতে পৌরহিত্য করবেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ), বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ (এতে পৌরহিত্য করবেন পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ), শ্রীশ্রী চন্ডী পুষ্পযজ্ঞ, রাজভোগ নিবেদন, অন্নপ্রসাদ আস্বাদন, দু:স্থদের মধ্যে বস্ত্র বিতরণ, সন্ধ্যারতি ও শীতলভোগ নিবেদন। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পরিচালনা কমিটি।