মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সরকারী মাতামুহুরী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এ সময় বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া মাল্ডিমিডিয়ার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সার্বিক দিক তুলে ধরেন।