কুতুবদিয়া প্রতিনিধি :
মাদক ছেড়ে মাঠে যাও, পড়া লেখায় মন বসাও স্লোগানে কুতুবদিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়ন বিজয় ৭১ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল খেলার মাঠে শুক্রবার রাত ৮টায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুতুবদিয়ার ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন কুতুবদিয়া নবারণ সংঘ ও কৈয়ারবিল মলমচর মায়ের দোয়া ফুটবল একাদশ অংশ নেয়।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদাউস।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম কুতুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের দাতা সদস্য ও প্রথম শ্রেণির ঠিকাদার জাফর আলম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার বিমল কান্তি শীল,আলাী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী,উপজেলা আ’মীলীগের প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল মুনাফ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, কৈয়ারবিল ইউপি সদস্য শফিউল আলম কুতুবী, কৈয়ারবিল ইউপি সদস ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মীর কাশেম,

উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম ও কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনর রশিদ মামুন এর পরিচালনায় ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন, কৈয়ারবিল ইউপি সদস্য কবির আহমদ বাদশা, শাহাব উদ্দিন,
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ,রাশেদ মোশারফ রনি,সাংগঠনিক সম্পাদক সাউদ আল ফরহাদ,ছাত্রলীগ নেতা সালাউদ্দিন প্রমূক।

ফুটবল টুর্নামেন্টে কুতুবদিয়া নবারণ সংঘ বিজয়ী হয়। তারা ২-১ গোলে কৈয়ারবিল মলমচর মায়ের দোয়া ফুটবল একাদশকে পরাজিত করে।