মো: নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
‘মিলবো সবাই প্রাণে প্রাণে, শেকড়ের টানে, প্রিয় প্রাঙ্গণে।’ এ স্লোগান সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মরফলা আর এম এন উচ্চ বিদ্যালযের় ৫০ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রাটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। স্মরণিকা উম্মোচন, ও চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্ পুনর্লনী উৎসব শুরু হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মরফলা আর এম এন উচ্চ বিদ্যালযের প্রাক্তন শিক্ষার্থী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব মোঃ লিয়াকত আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এ এস এম মোস্তাক আহমদ ও হাজারও শিক্ষার্। দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ শুরু হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এ এস এম মোস্তাক আহমদের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ।