নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি-১ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মহামান্য হাইকোর্ট এ পূর্বের একটি রিট পিটিশন (চলাচল এর অনুমতি) স্থগিত এর জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আবেদন করা হয়েছে।
১৯ জানুয়ারী রিট পিটিশন নং-১১৮১৭ শুনানী শেষে বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকির বেঞ্চ এই আদেশ প্রদান করেছে।
মহামান্য হাইকোর্ট এই পিটিশন নিস্পত্তি না হওয়া পর্যন্ত আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এমভি পারিজাত (M-01-1121) ও এমভি দোয়েল পাখি ১ (M-01-1669) এর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচল স্থগিত রাখতে আদেশ দিয়েছেন আদালত।
একই সাথে পিটিশনটির পুনরায় শুনানির জন্য আগামী মার্চের ২ তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মামলার বিবাদী বে অব বেঙ্গল গ্রুপের এমডি তোফায়েল আহমদ।
তিনি বলেন, সকল ট্যুর অপ্যারেটর ও পর্যটকদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বে অব বেঙ্গল গ্রুপের পরিচালিত এমভি দোয়েল পাখি ও এমভি পারিজাত এই দুটি জাহাজ শনিবার (২৫ জানুয়ারী) হতে টেকনাফ -সেন্টমার্টিন নৌরুটে চলাচল করবে না। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এই দুটি জাহাজ বন্ধ করে দিয়ে কে বা কারা ব্যবসায়ীকভাবে লাভবান হবেন? আমার জানা নেই।
তবে আমার ব্যবসায়ীক ক্ষতির পাশাপাশি পর্যটন শিল্প বিকাশে এটা একটা অশুভ সংকেত ডেকে এনেছে বলে আমি মনে করি।