সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ২১টি এলাকায় প্রান্তিক জনগোষ্টির জীবন মানোন্নয়নে ১১৫ কোটি টাকার বরাদ্ধ দিচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সহায়ক সংস্থা ইউনাইটেড নেশন ডেভেলাপম্যান্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। এরমধ্যে পৌরসভার আইবিপি রোড সংলগ্ন এলাকায় ২০৬টি অত্যাধুনিক এপার্টমেন্ট নির্মাণে ১০০ কোটি টাকা এবং পৌর এলাকার ২১টি বস্তি সংস্কারে আরও ১৫ কোটি টাকা ব্যয়ে ড্রেন, বক্স কালভার্ট, ফুটপাত, লেট্রিন, টিউবওয়েল ও ট্রিট লাইট স্থাপনসহ গুরুত্বপূর্ণ সব কাজ করবে সংস্থাটি। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে বিশেষ বৈঠকে সংস্থাটির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এ তথ্য জানান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইউএনডিপি’র হেড অব প্রভার্টি এন্ড অর্গনাইজেশন আশেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে কক্সবাজার পৌরসভার মেয়র মুৃজিবুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে তঁার সরকারের চলমান উন্নয়নের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সহায়ক সংস্থা ইউনাইটেড নেশন ডেভেলাপম্যান্ট প্রোগ্রামের (ইউএনডিপি) এ বরাদ্ধ অনুযায়ী উন্নয়ন কাজগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হলে কক্সবাজারের চেহারা বদলে যাবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্টি প্রায় সময় খুব বেশি অবহেলিত থাকে।” সে জন্য ইউএনডিপিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এ প্রকল্পটি অসহায় মানুষদের মুখে দ্রুত হাসি ফুটাবে বলে আশা প্রকাশ করেন এই জনপ্রতিনিধি।
এর আগে ইউএনডিপি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি পৌর ভবনে পৌঁছলে তাদেরকে পৌর পরিষদের পক্ষে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেন মেয়র মুজিবুর রহমান। এসময় কাউন্সিলর সালাউদ্দিন সেতু, পৌরসভার সচিব রাছেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলমসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।