গত ১৯ জানুয়ারী অনলাইন পোর্টাল ‘ঢাকা রিপোর্ট’ এ প্রকাশিত ‘সক্রিয় শিলখালীর খালেক খলিবা সিন্ডিকেট’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি আব্দুল খালেক, কক্সবাজারের টেকনাফ বাহারছড়া এলাকার বাসিন্দা হই। আমি দর্জির কাজ করে জীবনযাপন করে আসছিলাম। দর্জির কাজে দীর্ঘদিন প্রবাসেও ছিলাম। বর্তমানে দেশে এসে পোল্ট্রি ফার্ম করে সাধারাণ ভাবে জীবনযাপন করে আসলেও এলাকার কিছু লোক পূর্ব শত্রুতার ধরে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমার মত একজন নিরীহ সাধারণ মানুষকে ইয়াবা ব্যবসায়ী ও মানবপাচারকারী বানিয়ে সংবাদ প্রকাশ করায় আমি চরম ক্ষুদ্ধ ও অত্যান্ত অসহায় হয়ে পড়েছি। আমি কোন কালে কোন ইয়াবা তো দূরের কথা কোন অপরাধের সাথে জড়িত নেই। আমি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। সাংগঠনিক প্যানেল গ্রুপকে কেন্দ্র করে একটি মহল আমার সাথে ষড়যন্ত্র শুরু করে। আর সেই শত্রুতার জের ধরে আমাকে ইয়াবা ব্যবসায়ী ও মানবাপাচারকারী আখ্যায়িত করে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে প্রিয় সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে এমন জঘন্য একটি সংবাদ প্রকাশ করায়। এহেন মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং উক্ত সংবাদে প্রশাসন সহ সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

প্রতিবাদকারী
আব্দুল খালেক
বাহারছড়া ইউপি
টেকনাফ, কক্সবাজার।