সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামুর দক্ষিণ মিঠাছড়িতে ১০৭ জনক গরীব অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবাসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের সহায়তায় “দঃমিঠাছড়ি নাগরিক ফোরাম” এর উদ্যােগে ২২ জানুয়ারী বিকেল ৪ টায় স্থানীয় চেইন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পর্যায়ে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
নাগরিক ফোরামের সভাপতি এডঃদিলীপ কুমার ধরের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন -কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ।
উপস্থিত ছিলেন -রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সহসভাপতি নুরুচ্ছফা হেলালী, সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসকের সিএ মোঃ ফরিদুল আলম ফরিদ, চেইন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ কুতুবী, দক্ষিণ মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল হোছাইন চৌধুরী, সোনালী ব্যাংক লিঃ ঈদগাঁও শাখার ম্যানেজার ছৈয়দ করিম, অর্ণব কক্সবাজারের প্রধান নির্বাহী মোঃ নুরুল আজিম, একে আযাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, নুরুল আমিন নয়ন, তোফাজ্জল হোসেন মানিক, আবদুল আমিন, মুফিদুল আলম, আকরামুল হক, মাস্টার মনজুর আলম, সায়েদ মেহেদী মামুন।
অনুষ্ঠানের সভাপতি শীতবস্ত্র দিয়ে সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।