নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের মানুষ এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।
হোস্ট কমিউনিটির জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে খরচ হচ্ছেনা। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এনজিও থেকে স্থানীয় জনগোষ্টির জন্য বরাদ্দের প্রায় ২০ হাজার কোটি টাকার বেশির ভাগই অপচয় হচ্ছে। কিছু সরকারি কর্মকর্তার অফিস ভবন সজ্জিত হচ্ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের স্থানীয় মানুষ।
সামাজিক সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’ এর ব্যান্যারে ২২ জানুয়ারী কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে স্থানীয় নাগরিকরা বলেন, নিত্যপন্যসহ সব ধরণের খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ৩ গুন। শ্রমিকরা কর্ম হারিয়েছে সাগরে মাছের আকাল দেখা দিয়েছে। লেখাপড়ার ক্ষতি হচ্ছে পরিবেশ বিপন্ন হচ্ছে। চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উখিয়া-টেকনাফসহ জেলা সর্বস্থরের মানুষ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এনজিওদের বাজেট থেকে ২৫% খরচের বাধ্যতামূলক হলেও সেটা নিয়ে চরম তালবাহানা করা হচ্ছে। কিছু সরকারি কর্মকর্তাদের অফিস ভবন সজ্জিত করে এবং কিছু লোকদেখানো মিটিং সমাবেশ করে সেই টাকার বেশির ভাগ লোটপাট করা হচ্ছে, তাই হোস্ট কমিউনিটির প্রায় ২০ হাজার কোটি টাকা দিয়ে রাস্তাঘাট ব্রীজ মেরামত করার দাবী জানান বক্তারা। সভায় সব বাজেট উন্মোক্ত করারও দাবী জানায় স্থানীয় নাগরিকরা।
সেই সাথে আগামী একমাসের মধ্যে কক্সবাজারের প্রধান সমস্যা সড়ক সংস্কারসহ কক্সবাজারের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কাজের দাবী জানান।
আমরা কক্সবাজারবাসীর সমন্বয়ক কলিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমন্বয়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন -বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, কমিউনিস্ট পার্টির নেতা সমীর পাল, দীলিপ দাশ, সাবেক ছাত্র নেতক কামাল উদ্দিন রহমান পেয়ারো, সাংবাদিক নেতা আনছার হোসেন, সংগঠনের সমন্বয়ক সাংবাদিক মহসীন শেখ, সমন্বয়ক এম জসিম উদ্দিন, জেলা খেলাঘর সভাপতি আবুল কাশেম বাবু, শহিদুল্লাহ মেম্বার, সাংবাদিক আমানুল হক বাবুল, ইমাম খাইর, মাহাবুবুর রহমান, ফাতেমা আকতার লিপি, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, এস এম বাবর, ফরিদুল আলম হেলালী, কল্লোল চৌধুরী, ইসমাইল সাজ্জাদ ও স্বপন কান্তি দে।
উপস্থিত ছিলেন – দৈনিক একাত্তরের প্রকাশক বেলাল উদ্দিন, সাংবাদিক শামসুল হক শারেক, জাসদ নেতা ফরিদুল আলম, সাংস্কৃতিক সংগঠক আব্দুল মতিন আজাদ, মোরশেদুল আজাদ আবু, মোহাম্মদ জাকারিয়া, মোর্শেদ আলম, সাংবাদিক মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক সাইফুর রহিম শাহিন, নারী নেত্রী সফিনা আজিম, ফাতেমা আনকিজ ডেইজি, উজ্জল সেন, নুরুল কবির পাশা পল্লব, সাংবাদিক নেজাম উদ্দিন, অ্যাডভোকেট রেজাউর রহমান, মার্টিন, জাফর আলম, মা টিন টিন, ফাতেমা আক্তার, সাংবাদিক আক্তার হোসাইন কুতুবী, সাংবাদিক সাহাদাত হোসাইন, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক ছৈয়দ আলম, মংথেলা, আলমগীর চৌধুরী ও ফারুক আহমদ।