মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের শূন্য পদে বিচারক (জেলা ও দায়রা জজ) নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব কর্তৃক ১৯ জানুয়ারি ২০১৫-৪০ নম্বর স্মারকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মোসলেহ উদ্দিন সহ ৩৩ জন বিচার বিভাগীয় সিনিয়র কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নাম ৯ নম্বর ক্রমিকে রয়েছে। মোহাম্মদ মোসলেহ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সম্মান সহ কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (জুডিসিয়ারী) ২২ তম ব্যাচে উত্তীর্ণ হয়ে তিনি বিচার বিভাগের একজন গর্বিত সদস্য হিসাবে যোগ দেন।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদটি ২০১৯ সালের ২১ মার্চ থেকে শূন্য রয়েছে। ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম সিবিএন-কে জানান, এই ট্রাইব্যুনালের সর্বশেষ বিচারক (জেলা ও দায়রা জজ) হিসাবে এ.এইচ.এম মাহমুদুর রহমান ২০১৯ সালের ২০ মার্চ অন্যত্র বদলী হলে তখন থেকে ভারপ্রাপ্ত বিচারক হিসাবে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ নুর ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম সিবিএন-কে আরো জানান, কক্সবাজারের ৩ টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মধ্যে এই ১ নম্বর ট্রাইব্যুনালে সর্বোচ্চ সংখ্যক ৪৫০৯ টি বিচারাধীন মামলা রয়েছে। বিচারক সংকটের এই ট্রাইব্যুনালে মামলার জট দিন দিন বাড়ছে।