শিক্ষকতা যাদের পেশা ও নেশা এবং যারা শিক্ষক হিসেবে সমাজে অবদান রাখতে চান সে সকল আগ্রহী প্রার্থীদের নিকট হতে ‘গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ, টেকনাফ’ এর জন্য নিম্নলিখিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। অধ্যক্ষ, অনার্সসহ মাষ্টার্স এবং শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন।
২। উপাধ্যক্ষ, অনার্সসহ মাষ্টার্স এবং শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন।
৩। একাডেমিক কো-অর্ডিনেটর, অনার্সসহ মাষ্টার্স এবং শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন।
৪। প্রভাষক (কলেজ শাখা) : বাংলা, ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযু্িক্ত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ভূগোল, ইসলামের ইতিহাস, পরিসংখ্যান ও সমাজ বিজ্ঞান এর প্রত্যেক বিষয়ে ১ জন করে। সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাষ্টার্স এবং শিক্ষক নিবন্ধন আবশ্যক।
৫। প্রদর্শক: পদার্থ, রসায়ন, জীববিদ্যা ও ICT প্রত্যেক বিষয়ে ১ জন করে। সংশ্লিষ্ট বিষয়ে NTRCA সনদপ্রাপ্ত।
৬। সহকারী শিক্ষক ( মাধ্যমিক শাখা): বাংলা, ইংরেজী, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, আই.সি.টি, ইসলামধর্ম, শারিরিক শিক্ষা প্রতি বিষয়ে ১ জন করে। সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক অথবা স্নাতক সমান এবং শিক্ষক নিবন্ধন আবশ্যক। বি.এড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭। জুনিয়র শিক্ষক (প্রাথমিক শাখা ): ৪ জন। স্নাতক পাশ এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
৮। গ্রন্থাগারিক-১জন। লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা।
৯। অফিস সহকারী ২জন। উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন।

আগ্রহী প্রার্থীকে আগামী ০৫/০২/২০২০ ইং তারিখের মধ্যে সভাপতি বরাবর জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি অথবা
ই-মেইল (gfsc.tek.bd@gmail.com) এ প্রেরণ করা যাবে।

কে.এম.নুর মোহাম্মদ
সভাপতি
গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ, টেকনাফ, কক্সবাজার।, মোবাইল: ০১৬২৭-৮৮৭৭৭৭।