মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদে রবিবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট স্টাফরা পরিষদে এলে ইউপি সচিবের অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের রূমের তালা ভাঙ্গা দেখতে পান।

ইউপি সচিব লিটন দাশ জানান, অজ্ঞাত চোরেরা রবিবার রাতে ইউনিয়ন পরিষদ অফিসে চুরি সংঘটিত করে। এ সময় আমার অফিস ও কম্পিউটার কক্ষ থেকে ৩টি প্রিন্টার, ১টি টিভি ও ১টি ল্যাপটপ চুরি হয়। চুরিকৃত মালামালের মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ইউপি সচিব।

সরেজমিন দেখা গেছে, ইউপি সচিবের অফিসের দরজা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন জানান, অজ্ঞাত চোরেরা এ চুরি সংঘটিত করেছে। কারা এ ঘটনা ঘটাতে পারে অনুসন্ধান করা হচ্ছে।