ইমাম খাইর, সিবিএনঃ
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদবী ‘বিপিএম’ পদকপ্রাপ্ত কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও  আইজিপি ব্যাজ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করেছে কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারী) বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সংবর্ধনায় বক্তারা বলেন, কক্সবাজার জেলায় যেভাবে মাদকের আগ্রাসন শুরু হয়েছিল পুলিশ যদি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতো, তাহলে আরেকটা আইয়ামে জাহেলিয়াতের জন্ম হতো। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের স্বীকৃতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বক্তারা বলেছেন, ভালো কাজের স্বীকৃতি পেলে ভালো মানুষের জন্ম হয়। জনগণের বন্ধু পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে। তাহলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির শান্তিপূর্ণ থাকবে। দেশের উন্নতি হবে।
বিকাল চারটার দিকে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এরপর স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ।
স্বাগত বক্তব্যে তিনি সবাইকে সোনার মানুষ হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজ করলে স্বীকৃতি পাওয়া যায়। যে যার অবস্থান থেকে স্বীকৃতি পাওয়ার মতো কাজ করা সম্ভব। সেটা নির্ভর করে নিজের মানসিকতার উপর।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মাওলানা মুহাম্মদ তৈয়ব।
বক্তব্য রাখেন -আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, প্রফেসর সোমেশ্বর চক্রবর্ত্তী, এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাস, শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেভ) এর সভাপতি মুহাম্মদ নজিবুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
সংবর্ধনা অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন -জেলা কমিউনিটি পুলিশের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট প্রতিভা দাস ও সাংবাদিক দিপক শর্মা দীপু।
সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ পুলিশের দ্বিতীয় বারের মতো বিপিএম পুরস্কারপ্রাপ্ত কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এছাড়া আইজিপি পুরস্কারপ্রাপ্ত কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, মহেশখালী থানার ওসি প্রবাস চন্দ্র ধর, টেকনাফ মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সনজিব দত্তকেও অানুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে।
সফল পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট ফরিদুল আলম (পিপি), আওয়ামী লীগ নেতা এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির, উখিয়া থানার ওসি মুঃ আবুল মনসুরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদবী ‘বিপিএম’ পদকপ্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্যে এবিএম মাসুদ হোসেন বলেন, আমাদের পথ খুব সহজ নয়। কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগুচ্ছি। কক্সবাজারকে মাদকমুক্ত করতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখনো কাঙ্ক্ষিত সফলতা আসেনি। শুধু আইন দিয়ে পুরোপুরি মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন। আমাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।