মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের শিক্ষক অধ্যাপক হুমায়ুন কবিরের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি আছরের নামাজের কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ কবরস্থান সংলগ্ন মাঠে মরহুম অধ্যাপক হুমায়ুন কবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। জানাজা শেষে অধ্যাপক হুমায়ুন কবিরকে দক্ষিণ লরাবাগ কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অভিযোগের সুরে অনেকে বলতে থাকেন, অধ্যাপক হুমায়ুন কবিরের তৈরি করতে দেওয়া পাসপোর্টটি স্বল্প সময়ে না পাওয়ার কারণে আরো উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে পারেননি। এজন্য মুসল্লীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, জালালাবাদ ইউনিয়নের লরাবাগের মোজাফফর আহমদ পুত্র অধ্যাপক হুমায়ুন কবির কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার ১৮ জানুয়ারি ভোর সোয়া ৪ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে মাত্র ৪৬ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি–রাজেউন)।