মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা (বাংলাদেশ পুলিশ মেডেল) বিপিএম (সেবা) পদক পাওয়ায় তাঁকে কক্সবাজারে নাগরিক সমবর্ধনা দেওয়া হবে। রোববার ১৯ জানুয়ারি বিকেল ৩টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে এ নাগরিক সমর্বধনার আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি জাতীয় পুলিশ সপ্তাহের প্রথম দিনে ঢাকাস্থ রাজারবাগ পুলিশ সদর দপ্তরের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) সহ ১১৮ জন কর্মকর্তাকে এ পদক পরিয়ে দেন।

পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) দ্বিতীয়বারের মতো বিপিএম পদক পাওয়া ছাড়াও দেশের সর্ব্বোচ্চ সংখ্যক মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারকারী জেলা হিসাবে ২ টি পৃথক ক্যাটাগরীতে আইজিপি ক্রেস্ট, সনদ ও সম্মাননা পেয়েছেন জাতীয় পুলিশ সপ্তাহের তৃতীয় দিন ৭ জানুয়ারি।

এছাড়া জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও টেকনাফ মডেল থানার সনজিব কুমার দাশ আইজিপি ব্যাজ পাওয়ায় একই অনুষ্ঠানে তাঁদেরকেও সমর্বধনা দেওয়া হবে। এই নাগরিক সমর্বধনা অনুষ্ঠানকে সফল করার লক্ষে সমর্বধনায় যোগ দেওয়ার জন্য কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, দৈনিক কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, সারাদেশে একমাত্র এসপি হিসাবে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন ২০২০ সালের জাতীয় পুলিশ সপ্তাহে মর্যাদাপূর্ণ এই বিপিএম (সেবা) পদক পেয়েছেন।