আবুল কালাম, চট্টগ্রাম :

নগরীর পাহাড়তলী থানা পুলিশের অভিযানেে নগদ টাকা সহ এক প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারকের নাম হলো মো: রাসেল (২৮) এ সময় তার কাছথেকে তল্লাশি করে নগদ ১০ লক্ষ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার( ১৬ জানুয়ারি) পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান এর নির্দেশনায় এসআই পলাশ, এসআই অতনু, এনামুল ও ইব্রাহিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, ৯ জানুয়ারি পাহাড়তলী থানাধীন একে খাঁন ভিক্টোরিয়া জুট মিল সংলগ্ন ন্যানো কর্পোরেশন এর ভিতর থেকে মো: বিল্লাল হোসেনের সরলতার সুযোগ নিয়ে নগদ ১১ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে যায় মো: রাসেল নামের এই প্রতারক।
প্রতারণার ঘটনায় মোঃ বিল্লাল বাদী হয়ে ৯ জানুয়ারি পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্র ধরে ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম, ঢাকা লালবাগ, চকবাজার, কামরাংগীরচর এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জানুয়ারি প্রতারক মোঃ রাসেল ( ২৮) কে গ্রেপ্তার করা হয়।এসময় তার হেফাজত থেকে নগদ ১০ লক্ষ ৫১ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।