ক্রীড়া প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান। দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র আয়োজনে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সার্বিক ব্যবস্থাপনা এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া উদ্বোধনী খেলায় সফরকারী রাঙ্গামাটি জেলা ফুটবল দলকে ২-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশীপের শুভ সূচনা করে স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দল। উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে কক্সবাজার জেলা দলের ৩ নং জার্সিধারী খেলোয়াড় মুবিনুর রশিদ দলের পক্ষে প্রথম গোল করেন। এরপর রাঙ্গামাটির খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলে আবারও পাহাড়িয়াদের জালে দ্বিতীয়বার বল ঢুকায় ১৬নং জার্সিধারী খেলোয়াড় রিয়াজ উদ্দিন সাগর। খেলার বাকি সময়জুড়ে আরো কয়েকবার উভয় দল গোলের সুযোগ পেলেও তা কাজে আসেনি। ফলে রেফরির শেষ বাঁশিতে ২-০ গোলের ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এর আগে খেলোয়াড়দের সাথে পরিচয়পর্ব শেষে উদ্বোধনী বক্তব্য রাখেন মেয়র মুজিবুর রহমান। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও সদর মডেল থানার ওসি শাহজাহান কবিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এসময় জেলা ফুটবল এসোসিয়শন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।