সংবাদ বিজ্ঞপ্তিঃ
আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের ১ম দস্তারবন্দি মহাসম্মেলন সফলের লক্ষ্যে কক্সবাজারে অবস্থানরত গ্রাজুয়েটদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি বাদে মাগরিব কক্সবাজার মা’হাদ আন-নিবরাসে জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার নায়েবে মুদীর আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে সভায় শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসার, সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস শায়খ আমিনুল্লাহ বক্তব্য রাখেন।
সভায় দস্তারবন্দি সফলে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলন বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন কক্সবাজারের ছাত্রবৃন্দ।
সভায় ফারেগীনদের মাঝে রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়।
মাওলানা আরিফুল্লাহর পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন -মাওলানা জিয়াউল হক, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা নুরুল্লাহ জিহাদী, মাওলানা ইলিয়াস আরমান, মাওলানা তারেক ফকির, মাওলানা নুরুল আলম মাদানি, মাওলানা কাউসার হামিদ, মুফতি হামেদ ফরিদ, মাওলানা সানাউল্লাহ, মুফতি ইবরাহীম খলীল, মাওলানা ইফাজুদ্দীন, মাওলানা আবু দারদাপ্রমুখ।
উল্লেখ্য, প্রথমবারের মতো ২ দিনব্যাপি দস্তারবন্দিতে দেশ-বিদেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ শুভাগমন করবেন।