ছুটির দিনে পড়ালেখা

প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২০ ১২:২৪ , আপডেট: ১৭ জানুয়ারী, ২০২০ ১২:২৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নিজস্ব প্রতিবেদকঃ
ছুটির দিনেও পড়বে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা। তাও সম্পূর্ণ ফ্রিতে। পড়াবে কক্সবাজারসহ বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ব্যতিক্রম আয়োজনটি করেছে ‘প্রত্যাশা’ নামক উখিয়ার কুতুপালং এর সামাজিক সংগঠন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রত্যাশার উপদেষ্টা ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন -কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পালংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্র বড়ুয়া, মোছারখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ বড়ুয়া, চাকবৈঠা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, ছুটির দিনের ক্লাসের সমন্বয়ক হারুনুর রশিদ, প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান, প্রত্যাশার সদস্য ইব্রাহিম মোহাম্মদ, আবদুল খালেক, জানে আলম, অভিভাবক জয়নাল আবেদীন, আবদুল আজিজ প্রমূখ।

বক্তব্য রাখেন প্রত্যাশার উপদেষ্টা ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

প্রত্যাশার সমন্বয়ক হারুনুর রশিদ জানান, তারা প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে ক্লাস নিবেন। এছাড়াও স্কুল বন্ধের দিনও তারা ক্লাস নিবেন। এ পাঠদানের বিনিময়ে তারা কোন পারিশ্রমিক নিবেন না।