রিয়াজ উদ্দিন ,পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় হাসপাতালের বেডে কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ল গাছ থেকে পড়ে যাওয়া দিনমজুর আব্দুল মালেক (৩৫)। নিহত আব্দুল মালেক উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া গ্রামের ছিদ্দীক আহমদের ছেলে। বৃহষ্পতিবার (১৬জানুয়ারী) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্ত্রী শাহনা আক্তার জানায়, আমার স্বামী দিনমজুর। সকাল ১১টার দিকে মজুরী করতে নতুন পাড়া আমীন শরীফের বাড়িতে যায়। বসতভিটার একটি গাছ কর্তন করছিল। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে যায় আমার স্বামী। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক, সোহেল, নুরুল ইসলাম জানায়, আমীন শরীফের বসতভিটার একটি বড় আকারের বৃক্ষ কর্তন করছিল আব্দুল মালেক। গাছটি কাটার এক পর্যায়ে পাশের আরেকটি গাছে হেলে পড়ে। এ সময় তিনি অপর আরেকটি গাছে উঠে ডালপালা পরিস্কার করছিল। হঠাৎ গাছের ঢাল ভেঙ্গে মালেক নিচে পড়ে যায়। এ সময় মাটি পুতে থাকা সীমানা প্রচীরের একটি পিলারের উপরে পড়ে গুরুতর আহত হয়। আমরা উদ্ধার করে পেকুয়া ডাক্তার মুজিবুর রহমানের নুর হাসপাতালে নিয়ে যায়। তারা আরো জানায়, এ সময় হাসপাতালে চিকিৎসক ছিলেন না। ডাক্তার নামাযে ছিলেন। নার্স একটি কাগজে ওষুধ লিখে দেন। হাসপাতালের বেড়ে যন্ত্রনায় ছটফট করছিল। কথা বলতে বলতে আমাদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আধা ঘন্টা পরে ডাক্তার মনির উল্লাহ এসে আব্দুল মালেককে দেখেন। এ সময় তিনি মৃত বলে জানান। পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, খবর পেয়েছি। পুলিশ পাঠানো হবে। জানা গেছে, আব্দুল মালেক চার সন্তানের জনক। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানায়, আব্দুল মালেক একজন দিনমজুর। সে শান্তপ্রিয় ও সহজ সরল লোক। তার এ ধরনের মৃত্যু খুবই বেদনাদায়ক।