প্রেস বিজ্ঞপ্তি:

ঢাকাস্থ কক্সবাজার সমিতির সদ্যনির্বাচিত পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গত ১৪ জানুয়ারি জরুরি সাধারণ সভায় ৫৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদিত হয়। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোছাইন দায়িত্ব পালন করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার সচিব হেলালুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।

পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ-

সভাপতি: হেলালুদ্দীন আহমদ

সহ সভাপতি: ইয়াছিন মো: শামসুল হুদা
সহ সভাপতি: মোহাম্মদ আবুল কাসেম
সহ সভাপতি: সাইফুল্লাহ মকবুল মোরশেদ
সহ সভাপতি: শফিউল আজিম
সহ সভাপতি: ড. মোস্তফা কামাল
সহ সভাপতি: সন্ধ্যা রাণী দে
সহ সভাপতি: মো. আবুল কাশেম
সহ সভাপতি: ব্যারিস্টার মিজান সাইদ
সহ সভাপতি: অধ্যাপক ডাঃ ইব্রাহিম খলিল
সহ সভাপতি: মোহাম্মদ মোস্তাকিম
সহ সভাপতি: নুরুল আলম
সহ সভাপতি: মো: শাহাব উদ্দিন
সহ সভাপতি: ফিরোজ বকত তোহা
সহ সভাপতি: হেলাল উদ্দিন আহমেদ

সাধারণ সম্পাদক: মোহাম্মদ খোরশেদ আলম

যুগ্ম সাধারণ সম্পাদক: সুজন শর্মা
যুগ্ম সাধারণ সম্পাদক: আনিস উল মাওয়া আরজু
যুগ্ম সাধারণ সম্পাদক: স্থপতি আসিফ এম আহসানুল হক

অর্থ সম্পাদক: শওকত চৌধুরী
সহ-অর্থ সম্পাদক: আহম্মদ রশিদ

সাংগঠনিক সম্পাদক: আজিজুল ইসলাম
সহ সাংগঠনিক সম্পাদক (উখিয়া): মোহাম্মদ সাঈদ হোসেন চৌধুরী
সহ সাংগঠনিক সম্পাদক (চকরিয়া): মোহাম্মদ আলী ছিদ্দিকী (খোকন)
সহ সাংগঠনিক সম্পাদক (টেকনাফ): মোহাম্মদ সাইফুল্লাহ
সহ সাংগঠনিক সম্পাদক (পেকুয়া): মো: বেলাল উদ্দিন, সিজিএ
সহ সাংগঠনিক সম্পাদক (সদর): মোরশেদ আলম খোকন
সহ সাংগঠনিক সম্পাদক (মহেশখালী): এডভোকেট জসিম
সহ সাংগঠনিক সম্পাদক (ইদগাও): ব্যারিষ্টার নুরুল আজিম
সহ সাংগঠনিক সম্পাদক (কুতুবদয়িা): বারেক চৌধুরী
সহ সাংগঠনিক সম্পাদক (রামু): সাজেদুল আলম মুরাদ

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহিব্বুল মোক্তাদীর তানিম
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: হেদায়েত আজিজ মিঠু

শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক: একরামুল হুদা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: তৌফিকুল্লাহ রফিক শাকিল
ক্রীড়া সম্পাদক: মমিনুল হক সৌরভ
সাংস্কৃতিক সম্পাদক: মফিজুল ইসলাম

দপ্তর সম্পাদক: মোহাম্মদ ইলিয়াছ
সহ দপ্তর সম্পাদক: ফাহিম বিন নজিব

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডাক্তার শরফুদ্দিন মাহমুদ
সমাজকল্যাণ সম্পাদক: এএমএম ফজলুল রশিদ
নারী ও শিশু বিষয়ক সম্পাদক: শাফিয়াতুস সালেহিন
আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট ফয়সাল সিদ্দিকী
সহ-আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট রাবেয়া হক

নির্বাহী সদস্য (পদাধিকার বলে): প্রফেসর ডঃ আনসারুল করিম
নির্বাহী সদস্য (পদাধিকার বলে): সন্তোষ র্শমা
নির্বাহী সদস্য: সুনন্দপ্রিয় ভিক্ষু
নির্বাহী সদস্য: প্রশান্ত ভুষণ বড়ৃয়া
নির্বাহী সদস্য: এম আমিনুর রহমান
নির্বাহী সদস্য: শাহনেওয়াজ চৌধুরী
নির্বাহী সদস্য: মেজবাউল আনোয়ার
নির্বাহী সদস্য: শাহরিয়ার পারভেজ রুবেল
নির্বাহী সদস্য: এডভোকেট হুমায়ুন কবির এহছান