প্রেস বিজ্ঞপ্তি:

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটি ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ৮৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদের কমিটি ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।

বন্ধুসভার সভাপতি মো. আব্দু্ল্লার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য দেন, জেলা বন্ধুসভার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপ-সাংগঠনিক সম্পাদক-ফাহিম কুদ্দুস প্রিয়, বন্ধুসভার নুরুল হাসান, সাইদুল লতিফ সাকিব, ফাতেমা আহম্মেদ সাথী, মাছুমা আক্তার রুমী, রেশমী সোলতানা, ইফতে শরফ নিতু, নাসরিন সুলতানা নিলা, মোস্তাকিম ওয়াহিদ ইফতি, ইরফান উদ্দিন, আসিফ রায়হান কাফি, খাইরুল আজিম রাবেত প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাবরিনা মনজুর শাম্মী।

প্রথম আলো বন্ধুসভার সদস্যরা গত ২১ বছর ধরে কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য গণিত উৎসব, ভাষা উৎসব, বিতর্ক উৎসব, বিজ্ঞান মেলা, ফিজিকস অলিস্পিয়াড, ইন্টারনেট উৎসব, কৃতিশিক্ষার্থী সংবর্ধনা, তারুণ্যের জয়োৎসবসহ নানা কর্মসূচির আয়োজন করে আসছে। এসিড সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি, অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, পথশিশুদের নতুন জামা প্রদান, বৃক্ষরোপনসহ সমাজের যা কিছু ভালো তার সঙ্গে বন্ধুসভার সদস্যরা নিজেদের সক্রিয় রাখছেন।

# উপদেষ্টা পরিষদ

আব্দুল কুদ্দুস রানা, সিটি কলেজের অধ্যাপক জেবুন্নেছা, তৌহিদুর রহমান, রোমানা আক্তার ও জমির হোসেন।

# বন্ধুসভা কমিটি :

সভাপতি : মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সভাপতি : আসিফ রায়হান কাফি, শফিকুল ইসলাম ও মাছুমা আক্তার রুমী, সাধারণ সম্পাদক : সাবরিনা মনজুর শাম্মী, যুগ্ম-সাধারণ সম্পাদক : রেশমি সোলতানা, আকাশ শর্মা ও ইরফান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক : মারুফ রশিদ নাঈম, উপ-সাংগঠনিক : সাখাওয়াত হোসেন, নারী বিষয়ক সম্পাদক : জান্নাতুল নাঈম তাবাচ্ছুম, অর্থ সম্পাদক : রেজাউল করিম তামিম, যোগাযোগ সম্পাদক : ফাতেমা আহম্মেদ সাথী, দপ্তর সম্পাদক : বিজন বড়ুয়া, সাহিত্য সম্পাদক : ফরহাদ আলম, প্রচার সম্পাদক : নিশাদুল আলম হৃদয়, অনুষ্টান সম্পাদক : মিনহাজুল আলম ওয়ারিদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক : জাহিদুল ইসলাম নাঈম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক : জেসমিন সুলতানা, ক্রীড়া সম্পাদক : জিয়াউল হক জিয়া, বিজ্ঞান বিষয়ক সম্পাদক : মেহেদী হাসান ইফতি, সমাজ কল্যাণ সম্পাদক : নুরুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : খাইরুল আজিম রাবেত, মানব সম্পদ বিষয়ক সম্পাদক : মোস্তাকিম ওয়াহিদ ইপ্তি, পরিবেশ সম্পাদক : ইফতে শরফ নিতু, পাঠাগার সম্পাদক : অমিত বড়ুয়া এবং প্রশিক্ষণ সম্পাদক : আবিদ মো. মেহেদী।

# সদস্য :
নাসরিন সুলতানা নিলা, সাইদুল লতিফ সাকিব, মোহার রমিজ, মিন্নাত মোতাহের, মোহাম্মদ রাকিব চৌধুরী, আশকিয়া তাবাচ্চুম তিমা, রুমি আকতার, খাদিজাতুল কুবরা জুলি, নাদিয়া সুলতানা আঁখি, মাসুমা সাদিয়া, নাফিফা নুর রাওরিন, শামান্তা নাওরিন টিনা, সাদিয়া মনির, মোহাম্মদ ইসমাইল, আশেক উল্লাহ, মোহাম্মদ রিদুয়ানুল হক নিলয়, মোহাম্মদ সাদমান সাকিব, মো. ইসমাইল, সামিনা আকতার, আবু সুফিয়ান, ফৌজিয়া ইসলাম ছাফা, মঈন উদ্দিন, আব্দুল্লাহ মো. আসিফুজ্জামান সাজিন, মায়েদা ফারুকী, আব্দুন নবি, নুরুল আবছার, মিজান উল্লাহ, ফাইরুজ আকতার সুমি, অর্পিতা দাশ, আতকিয়া মুবাশ্বেরা, মেহেরিন সুলতানা মিফতাহ, আবিদুর রহমান, সোহেল তানভীর, আমান, লাবিবুল ইসলাম রাবিত, হুমায়ুন কবির রিফাত, আফিফ রায়হান আফিফ, এনায়েত উল্লাহ মিছবাহ, শাহরিয়ার সাখাওয়াত তুহিন, রিফাত ইসলাম, মোহাম্মদ সাদমান, মোশাররফ হোসাইন, আবিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, তারেক রহমান , নুরুল আরিফিন আফসান, মোশাররফ হোসাইন, ইমরুল হাসান, মোহাম্মদ তামিম, মো. শফিউল উমাম সানি, ইমরুল হাসান মোহাম্মদ তামিম, মো. মোর্শেদ, নুরুল আজিম মিন্টু, ইব্রাহিম খলিল, পিংকি শীল, রায়হান উদ্দিন, ফয়সাল মো. ফাহিম, নুরুল আলম, তুফা, রাশেদুল ইসলাম, মো. সাকিব প্রমূখ ।