১৫ জানুয়ারী কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এবং ১৬ জানুয়ারী কক্সবাজারের স্থানীয় দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক কক্সবাজার ৭১, দৈনিক আলোকিত উখিয়া ও দৈনিক সৈকত পত্রিকায় ‘পুরো পরিবার রোহিঙ্গা ক্যাম্পে, মা-ছেলে বাংলাদেশী!’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। একটি পক্ষের সরবরাহকৃত মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমরা রোহিঙ্গা নই, জন্মসুত্রে বাংলাদেশী নাগরিক।
অভিযোগ উত্থাপনের কারণ হলো- সম্পর্কের সুত্র ধরে আমার বড় ছেলে নুরুল কবিরের সঙ্গে কানিজ ফাতেমা জেসিয়া নামের এক মহিলার বিয়ে হয়। ওই বিয়ের রেশ ধরে আমার ছেলেসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে একে একে ৩টি মামলা হয়। যা থানায় তদন্তাধীন। পূর্বের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলকে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।

প্রতিবাদকারী
আরফা বেগম
স্বামী- মোহাম্মদ ইউসুফ
বিজিবি ক্যাম্প, ৬ নং ওয়ার্ড সিকদারপাড়া, কক্সবাজার পৌরসভা।