রিয়াজ উদ্দিন ,পেকুয়া :

পেকুয়ায় পানচাষীকে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেছে। ১৫ জানুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের লম্বামোড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। জখমী ব্যক্তির নাম আবুল হোসেন (৩৭)। তিনি পেশায় একজন পানচাষী বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি একই ইউনিয়নের সবুজপাড়া গ্রামে। স্থানীয় সুত্র জানায়, ওই দিন সন্ধ্যার দিকে আবুল হোসেন নিজ বাড়ি সবুজপাড়া থেকে কাচারীমোড়া ষ্টেশনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উৎপেতে থাকা একদল দুবৃর্ত্তরা তাকে লম্বামোড়া জুহুরাবাপের বাড়ির নিকট পূর্ব পরিকল্পিতভাবে পিছন দিক থেকে এসে আক্রমন চালায়। এ সময় ধারালো কিরিচ ও লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথায় কুপ, হাতের তালুতে কুপিয়ে জখম ও পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা জানায়, কাচারীমোড়ার আবদু সোবাহানের পুত্র গিয়াস উদ্দিন, তার ভাই নাছির উদ্দিন, আবদু সোবাহান ও আবুল হোসেনের ছেলে ওয়াহিদসহ ৪/৫ জনের দুবৃর্ত্তরা পূর্ব শত্রুতার জের ধরে পানচাষী আবুল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার স্ত্রী জানায়, আমার স্বামীকে প্রাণনাশ ঘটাতে এ হামলা। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এখনো জ্ঞান ফিরেনি। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।