মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বরইচর গ্রামে বন্য হাতির রোষানলে পড়েছে দুই সহোদর।
এতে ছোট ভাই আরাফাত গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় ভাই নুরুল আজিম পালিয়ে প্রাণে রক্ষা পায়।
১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনাটি ঘটে।
তারা ইউনিয়নের বরইচর গ্রামের নুরুল আমিনের সন্তান।
ভিকটিম আরাফাত স্থানীয় নুরানী মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।
তাদের পিতা নুরুল আমিন জানান, মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে দুই সহোদর বাড়ি ফিরছিল। বন্যহাতি ছোট ছেলে আরফাতকে শুড় দিয়ে ফেলে দেয়। বড় ছেলে নুরুল আজিম পালিয়ে প্রাণে রক্ষা পায়।
ঘটনাটি স্থানীয়রা দেখার পরপরই বন্য হাতিকে আগুনের মশাল জালিয়ে তাড়ায়। এরপর শিশুটিকে উদ্ধারপূর্বক হাসপাতালে পাঠায়।
আরফাতের হাত পা ভেঙ্গে গেছে, মাথায়ও আঘাত পেয়েছে।
বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই মাঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি বিষয়টি মোবাইল ফোনে জেনেছেন। শিশুটির চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।