প্রেস বিজ্ঞপ্তি

রামু উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুচ্ছালাম কুদছী (রহ.) এর স্মৃতিবিজড়িত রাজারকুল পশ্চিম সিকদারপাড়া আসমা ছিদ্দিকা র. বালিকা মাদ্রাসা হেফ্জখানা ও এতিমখানার ২০ তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

১৪ জানুয়ারী অনুষ্ঠিত এ সভায় তাকরীর পেশ করেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক, গোমাতলী হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম, ভালুকিয়া পালং মুঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উল্লাহ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন।

আলোচনা পেশ করেন -কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা কারী আব্দুল খালেক নিজামী।

বিশেষ অতিথি ছিলেন, লিংকরোড মাশারাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।

মাদ্রাসার পরিচালক মাওলানা জায়নুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী সভায় পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন -মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, পরিচালনা কমিটির সহ-সভাপতি মাষ্টার শফিউল আলম।

এদিকে বার্ষিক সভা উপলক্ষ্যে হেফ্জখানা ও নূরানী একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার এবং হেফ্জ বিভাগ থেকে সদ্য হিফজ সমাপ্তকারী ৫ জন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে দস্তারে ফযিলত (পাগড়ি) প্রদান করা হয়।

সভায় বক্তারা আদর্শ সমাজ ও আলোকিত মানুষ গড়তে প্রকৃত ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা ও ইসলামী জীবনধারার উপরও গুরুত্বারোপ করেন। বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে এ দ্বীনি মাহফিল সমাপ্ত হয়।