প্রেস বিজ্ঞপ্তি

রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী তৃতীয়বর্ষে (তৃতীয় শ্রেণী) উন্নীত হয়েছে। নার্সারি শ্রেণী দিয়ে তিন বছর পূর্বে যাত্রা শুরু করে ২০২০ ঈাসায়ী সালে নতুন শিক্ষাবর্ষে নূরানী তৃতীয়বর্ষ চালু করার মধ্যদিয়ে আরো একধাপ এগিয়ে গেল এ নূরানী একাডেমী। নতুন চালুকৃত তৃতীয়বর্ষের কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন মজিদের সবক প্রদান করে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের পাঠদান উদ্বোধন করা হয়েছে। একই সাথে অপরাপর ক্লাসের সবকও প্রদান করা হয়। এ উপলক্ষে দু’আ মাহফিল ও নতুন বছরের প্রথম অভিভাবক সমাবেশ ১৫ জানুয়ারী (বুধবার) সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল খালেক কওছর। তিনি নতুন শিক্ষাবর্ষের কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন মজিদের প্রথম সবক প্রদান করেন। উদ্বোধনী সবক প্রদানোত্তর দু’আ মাহফিলে তিনি বলেন, দারুল কুরআন একাডেমীর পাঠদানসহ যাবতীয় কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠার তিন বছরেই এখানে শিক্ষার মান সন্তোষজনক হয়েছে। এলাকার কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের মাঝে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে এ প্রতিষ্ঠান অগ্রনী ভুমিকা পালন করছে। হাটি হাট পা পা করে আল্লাহর রহমতে চতুর্থ বছরে পদার্পণ করলো এ দ্বীনি শিক্ষাকেন্দ্র। এর ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষকবৃন্দের পাশাপাশি এলাকার সচেতন জনসাধারণকেও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার মুরুব্বী হাজী মকতুল হোসাইন, আবুল কালাম, অভিভাবক মুজিবুর রহমান, মামুনুর রশিদ, মোখতার আহমদ, মোহাম্মদ হোসাইন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ কলিম উল্লাহ, নুরুন্নবী, আলোর দিশারী যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম উল্লাহ, শিক্ষক হাফেজ আব্দুল ওয়াহহাব, হাফেজ মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।