প্রেস বিজ্ঞপ্তি:

হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ স্বাস্থ্য সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে – এমনটিই মন্তব্য করলেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। বিপিএম (সেবা) পদকে ভূষিত হওয়ায় আজ (বুধবার) হোপ ফাউন্ডেশন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান এর নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা পুলিশ সুপারকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে যান।

এসময় এসপি মাসুদ বলেন, হোপ ফাউন্ডেশন যে ধরনের স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে তা কক্সবাজার তথা বাংলাদেশের সকলেরই জানা প্রয়োজন। কেননা, হোপ ফাউন্ডেশন দরিদ্র মানুষের দ্বার-গোড়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পৌঁছে দিচ্ছে। আর হোপ ফাউন্ডেশনের সেবা কার্যক্রম পরিচালনায় জেলা পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগীতা প্রদান করবেন বলেও তিনি আশ^স্ত করেন।

উক্ত প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশনের চীফ মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র কনসালট্যান্ট ডাঃ নৃন্ময় বিশ^াস, কো-অর্ডিনেটর রাকিবুল হক, সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ জিরনুনসহ অন্যান্যরা।

উল্লেখ্য যে, বিগত ০৫ জানুয়ারী ২০২০ সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতিস্বরূপ কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম কে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বিপিএম (সেবা) পদক প্রদান করেন। তিনি ২০১৯ সালে সর্বপ্রথম বিপিএম (সাহসিকতা) পদক গ্রহণ করেন।

প্রসঙ্গতঃ হোপ ফাউন্ডেশন ১৯৯৯ সাল থেকে কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রবাসী কক্সবাজারের কৃতি সন্তান জনাব ডাঃ ইফতিখার উদ্দিন মাহমুদ মিনার এই হোপ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনই বর্তমানে কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুনামের সহিত স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।