সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ১৫-১৬ ফেব্রুয়ারী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে ভারতের ঐতিহ্যবাহী মাদানি পরিবারের সদস্য হোসাইন আহমদ মাদানি (রাহ.) এর সুযোগ্য পৌত্র মাওলানা আশহাদ রশিদী মাদানি প্রধান মেহমান উপস্থিত থাকবেন।
এছাড়া -মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা খোরশেদ কাসেমী, মুরব্বিদের মধ্যে শাহ মুঃ তৈয়ব, মুফতি আব্দুল হালিম বোখারী উপস্থিত থাকবেন।
এদিকে, কক্সবাজারে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে বুধবার (১৫ জানুয়ারি) প্রস্তুতি সভা রামু চাকমারকুল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির নির্বাহী সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন -ইসলামী সম্মেলন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি আব্দুল হালিম বোখারী ও জেনারেল সেক্রেটারি মাওলানা মুফতি আরশাদ রহমানী। তারা সম্মেলন বাস্তবায়নের গুরুত্ব নির্দেশনা প্রদান করেন। প্রস্তুতি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আলী হাচ্ছান চৌধুরী।
জেলা কমিটির নির্বাহী সম্পাদক মাওলানা মুহছেন শরীফের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন -মাওলানা হাফেজ আবদুল গফুর, মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, মাওলানা আনোয়ার আলম, মাওলানা মুঃ ইদ্রিস, মাওলানা মুফতি ফিরোজ আহমদ। এছাড়া বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন।
ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে ইসলামের সঠিক আদর্শ প্রচারের লক্ষে উপস্থিত সবাই অঙ্গীকারবদ্ধ হন। সেইসাথে সম্মেলনকে সফল করতে প্রশাসনসহ দলবল নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় সম্মেলন সংস্থার জেলা কমিটির সভাপতি ও পোকখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোক্তার আহমদের রোগমুক্তিসহ দেশ ও জনতার কল্যাণ কামনায় দোয়া করা হয়।