মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের কবিতা চত্বর ও ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার উত্তরে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে প্রথম কিস্তি বাবদ ৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করছেন মেয়র মুজিবুর রহমান। শেখ রাসেল শিশু পার্কের উন্নয়নের জন্য কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের প্রতিশ্রুত ১০ লক্ষ টাকা অনুদানের মধ্যে বাকী ৫ টাকাও শিঘ্রী প্রদান করা হবে বলে কক্সবাজার পৌরসভার নির্ভরযোগ্য সুত্র সিবিএন-কে জানিয়েছেন। কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে অনুদানের চেক গ্রহন করে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মেয়র মুজিবুর রহমানকে ধন্যবাদ জানান। বুধবার ১৫ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব- উপসচিব) ও শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কমিটির আহবায়ক মোহাম্মদ আশরাফুল আফসার, সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী কমিশনার উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উল্লেখিত স্থানে ৭ একর জমির উপর কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কটি নির্মাণ করা হচ্ছে।