প্রেস বিজ্ঞপ্তি:

১০০০ দর্শনার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা
করে মুজিব শতবর্ষ ও ১০ জানুয়ারী বাঙ্গালি
জাতীর পিতা শেখ মুজিবের প্রত্যাবাসন দিবস
উদযাপিত।

দক্ষিন চট্টগ্রামের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন
কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির
সহযোগিতায় এবং কক্সবাজার শিল্প ও বানিজ্য
মেলা ২০১৯-২০ পরিচালনা কমিটির আয়োজনে
মেলাতে আগত ১০০০ দর্শনার্থীর বিনামূল্যে রক্তের
গ্রুপ পরিক্ষা করা হয়।

উক্ত প্রোগ্রামটি বিকেল ৪
টায় শুরু হয়ে রাত ৮ টায় শেষ হয়।।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার শিল্প ও বানিজ্য
মেলা পরিচালনা কমিটি ২০১৯-২০ এর
কো-চেয়ারম্যানঃ- কাজী মোরশেদ আহমেদ বাবু
(কাউন্সিলর)
প্রধান সমন্বয়কঃ- শাহেদ আলী শাহেদ, নাছির
উদ্দীন

সদস্য সচিবঃ- সালাউদ্দিন সেতু(কাউন্সিলর)
উপস্থিত ছিলেন ইয়াসমিন আক্তার (মহিলা কাউন্সিলর)
সমন্বয়কঃ- জহিরুল কাদের, খোরশেদ আলম
গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন প্রমূখ।
এই ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড
ডোনার’স সোসাইটির বিভিন্ন প্যানেলের
সদস্যবৃন্ধ।

মেলা পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও
কাউন্সিলর কাজী মোরশেদ হোসেন বাবু বলেন
শিল্প ও বানিজ্য মেলা পরিচালনা কমিটি প্রতি
বছর মেলা প্রাঙ্গনে ভিন্ন ধর্মী কিছু আয়োজন করে
থাকে তারই প্রেক্ষিতে মানবসেবামূলক এই
প্রোগ্রামটি হাতে নেওয়া।

মেলায় আগত দর্শনার্থী মোহাম্মদ হোসাইন বলেন
এই বারে মেলায় এসে ভিন্ন কিছু প্রোগ্রাম দেখে
ভালই লাগলো, আরেক দর্শনার্থী তানিয়া
ফেরদৌসী, সুমাইয়া আক্তার বলেন এর আগে তাদের
রক্তের গ্রুপ জানা ছিলো না, মেলায় এসে ঘুরার
পাশাপাশি নিজের মূল্যবান রক্তের গ্রুপ জেনে খুবই
ভালো লাগলো এবং সময় যদি তাহলে রক্তদানের
ইচ্ছে পূষন করেন।

কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির পরিচালনা
পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জ্যাক ও আশরাফুল
হাসান রিশাদ বলেন আমাদের সংগঠন
সমাজসেবামূলক কাজে বিশ্বাসী, সমাজের
মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা আমাদের মূল
উদ্দেশ্য, তারা উক্ত প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন
হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।।