রিয়াজ উদ্দিন, পেকুয়া:
পেকুয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা শাহাদাত।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা, পেকুয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, পেকুয়া সদরের সাবেক চেয়ারম্যান এড.কামাল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক সভাপতি এস,এম মাহাবুব ছিদ্দিকী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান, যুবলীগ সাধারন সম্পাদক মো: বারেক, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, সাংবাদিক দিদারুল করিম, উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: প্রদীপ কুমার সুশীল, শিলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়াল, উজানটিয়া ইউপির সদস্য পারভীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম, রাজাখালীর চেয়ারম্যান ছৈয়দ নুর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, শহীদ জিয়া বিএম আই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক এস,এম হানিফ, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, পেকুয়া সরকারী জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রমুখ। সভায় মাদক নিয়ন্ত্রন, যানজট নিরসন, লবণ ভর্তি গাড়ী চলাচল, স্লুইচ গেইট দিয়ে লবণাক্ত পানি ঢুকিয়ে চাষাবাদের ব্যাঘাত, মগনামা মাদ্রাসা ছাত্রীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।