লোহাগাড়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ একটি থানার নাম লোহাগাড়া থানা। সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করলেন লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদ।
পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসলে লোহাগাড়া থেকে নির্মূল করা যাবে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ।
একান্ত আলাপকালে ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, পুলিশ হচ্ছে জনগনের সেবক। পুলিশই জনতা, জনতাই পুলিশ। এলাকাকে শান্ত রাখা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই শান্তি শৃঙ্খলায় পুলিশের পাশি জনগনকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, মাদক নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর। তাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন তিনি। এছাড়া উচ্ছৃঙ্খল ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।