এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি মাইক্রোবাসের চাপায় নুর জাহান বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর জাহান বেগম ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা গ্রামের মৃত উকিল আহমদের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার দুপুরে বয়স্কভাতা তুলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা নুর জাহান বেগম। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৃদ্ধা নুর জাহান বেগম।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলম বলেন, ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। নিহত বৃদ্ধার আবেদনের প্রেক্ষিতে মানবিকদিক বিবেচনা করে তার লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।